নীড় পাতা / উত্তরবঙ্গ / গুরুদাসপুরে সাংবাদিক মাছুমা’র জানাযা

গুরুদাসপুরে সাংবাদিক মাছুমা’র জানাযা

নামাজ ও দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক গুরুদাসপুর,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,সড়ক দুর্ঘটনায় নিহত ‘এখন ’ টেলিভিশনের সাংবাদিক মাছুমা ইসলামের
জানাযা নামাজ ও দাফন তাঁর জন্মভূমি নাটোরে গুরুদাসপুরে নারায়নপুর গ্রামে
সম্পন্ন হয়েছে। আজকেই বিকাল ৫টার দিকে উপজেলার নারায়নপুর ঈদগাহ মাঠে
জানাযা নামাজ শেষে কবরে দাফন কাজ সম্পন্ন হয়। এসময় গণমাধ্যমকর্মী ছাড়াও
হাজার হাজার মানুষের সমাগম ঘটে।
নিহত সাংবাদিক মাছুমা ইসলাম নাটোরের গুরুদাসপুর পৌর সদরের নারায়নপুর
মহল্লার অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুর জব্বারের মেয়ে। তিনি ‘এখন
টেলিভিশনের’ রাজশাহী ব্যুরো অফিসের একজন রিপোর্টার হিসেবে কর্মরত
ছিলেন।
জানা যায়, গত ১৪ ফেব্রæয়ারিতে স্বামী সৈকতকে নিয়ে কুমিল্লায় ননদের
বাড়ীতে যাচ্ছিলেন সাংবাবিদক মাছুমা। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের
কুমল্লিার নূরজাহান হোটেলের সামনে দুর্ঘটনা কবলিত হোন। সেখানে
দাঁড়িয়ে তারা সিএনজির চালকের সাথে কথা বলার সময় যাত্রীবাহি একটি
দ্রæতগামী বাস তাদের ধাক্কা দেয়। এতে সাংবাদিক মাছুমা ইসলাম, স্বামী
সৈকত ও সিএনজি চালক গুরুতর আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। স্থানীয়রা তাদের
উদ্ধার করে কুমিল্লা সদর হাসপাতালে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে
উন্নত চিকিৎসার জন্য মাছুমা ও তার স্বামীকে ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ
করা হয়। ঢাকা মেডিকেলে মাছুমার অবস্থার অবনতি হলে নারায়ণগঞ্জের একটি
বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চারদিন ধরে জ্ঞানহীন অবস্থায়
চিকিৎসা থাকালীন আজকেই ভোর সাড়ে ৪টার দিকে শেষ নিঃশ^াস ত্যাগ করেন।
সংসার জীবনে মাছুমার ১২ বছর বয়সি একটি ছেলে সন্তান রয়েছে।
এর আগে মাছুমা’র মরদেহ ঢাকা থেকে নিজ এলাকার বাড়ীতে পৌছঁলে তাঁকে
একনজর দেখতে হাজারো মানুষের সমাবেত হয়। বাবা- মা ও আত্মীয়স্বজনদের
কান্নায় চারিদিকের বাতাস ভারি হয়ে উঠে। মাছুমার জন্য সবার কাছে দোয়া
চান তাঁর বাবা-মা ও আত্মীয়স্বজনরা।

আরও দেখুন

সিংড়ায় স্বাধীনতা দিবসে বিএনপির আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের সিংড়ায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে উপজেলা ও পৌর বিএনপি।  …