নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে “দৈনিক আমার সংবাদ” এর উপজেলা প্রতিনিধি আব্দুস সালাম (৪০) কে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত শনিবার রাতে মিনি এমপি হিসেবে পরিচিত নজরুল ইসলামের (৪৮) বিরুদ্ধে গুরুদাসপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সালাম। অভিযুক্ত নজরুল উপজেলার নাজিরপুর ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের মৃত আমীর আলীর ছেলে।
জিডি সূত্রে জানা যায়, উপজেলার নাজিরপুরের গোপিনাথপুর দাখিল মাদ্রাসায় জমি ও টকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ উঠে মাদ্রাসার সভাপতি নজরুল ইসলামের বিরুদ্ধে। এমন সংবাদের ভিত্তিতে সভাপতির কাছে মাদ্রাসার নিয়োগ সংক্রান্ত তথ্য চাইলে ভুক্তভোগী সালামকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়।
এবিষয়ে অভিযুক্ত নজরুল ইসলাম বলেন, সাংবাদিক সালামের সাথে আমার কোনো শত্রুতা নেই। গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার বিষয়টি মিথ্যা।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন বলেন, এ ঘটনায় সাংবাদিক আব্দুস সালাম একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা
আরও দেখুন
লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …