মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে সহকারি শিক্ষককে সমায়িক বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবিতে সংবাদ সমম্মেলন

গুরুদাসপুরে সহকারি শিক্ষককে সমায়িক বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবিতে সংবাদ সমম্মেলন

নাটোর-৪(গুরুদাসপুর-বড়াইগ্রাম)আসনে এমপি মনোনয়ন প্রত্যাশীর শোক সমাবেশ মিছিলে অংশ নেয়ায় নাটোরের গুরুদাসপুরের মাসুদুর রহমান(৪০)নামের এক সহকারি স্কুল শিক্ষককের সাময়িক বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবিতে সংবাদ সমম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সকালে উপজেলার ধারবারিষা ইউনিয়নের ধারাবারিষা বাজারে সচেতন নাগরিক সমাজের আয়োজনে এই সংবাদ সম্মলন অনুষ্ঠিত হয়।
এতে লিখিত বক্তব্য রাখেন, সচেতন নাগরিক সমাজের পক্ষে ধারাবারিষা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক রিপন সরকার,ছাত্রলীগ নেতা মো.তারেক ও আলহাজ্ব মো.মোজাম্মেল হক।

তাঁরা বলেন, উপজেলার মশিন্দা ইউনিয়নের দড়িকাছিকাটা প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। তিনি নম্র ও নরম স্বভাবের মানুষ। গত ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে সন্ধ্যার দিকে ধারাবারিষা বাজারে এমপি মনোনয়ন প্রত্যাশী নাটোর জেলা আওয়ামী লীগের কোষাধ্যাক্ষ আহাম্মদ আলীর সমর্থনে শোক সমাবেশ মিছিল রেব হয়। সম্পর্কে মনোনয়ন প্রত্যাশী প্রার্থীর মামা হওয়ায় তিনি অংশ নেয়। এতে স্থানীয় সংসদ আব্দুল কুদ্দুস ঈশ্বানিত হয়ে তাঁরই নির্দেশে এই সহকারি স্কুল শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে তাদের ধারনা। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি অবিলম্বে তাঁর বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবি জানাই।

গুরুদাসপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খ.ম. জাহাঙ্গীর আলম বলেন, অভিযুক্ত শিক্ষক মাসুদুর রহমান উপজেলার মশিন্দা ইউনিয়নের দড়িকাছিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত রয়েছেন। সরকারি চাকুরিবিধি উপেক্ষা করে গত ১৪ আগষ্ট উপজেলার ধারাবারিষাতে নাটোর-৪(গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্যের (আব্দুল কুদ্দুস) বিরুদ্ধে অর্থাৎ সরকারের বিরুদ্ধে মিছিল-মিটিং করে সরকারি চাকুরি আচরণ বিধি ভেঙেছেন। এমন পরিস্থিতিতে সংসদ সদস্যের মৌখিক নির্দেশে গত ১৬ আগষ্ট অভিযুক্ত শিক্ষককে কারন দর্শানো নোটিশ দেওয়া। নোটিশটি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে অনুলিপি পাঠানো হয়। গত ২৩ আগষ্ট জেলা শিক্ষা কর্মকর্তা শিক্ষক মাসুদুর রহমানকে সাময়ীক বরখাস্ত করেন।

অভিযুক্ত শিক্ষক মাসুদুর রহমান নারদ বার্তাকে বলেন, তিনি অন্য এলাকায় চাকরি করলেও তাঁর গ্রামের বাড়ি উপজেলার ধারাবারিষা গ্রামে। ১৫ আগষ্ট জাতীয় শোকদিবস পালন উপলক্ষে ধারাবারিষা মাঠে মনোনয়ন প্রত্যাশী ও জেলা আ.লীগের কোষাধ্যক্ষ আহম্মদ আলী মোল্লার সমর্থনে দিবসটি পালনের উদ্যোগ নেওয়া হয়। অনুষ্ঠানটি সফল করতে আগের দিন সন্ধ্যায় (১৪ আগষ্ট) এলাকায় শোক দিবসের ব্যানারসহ একটি মিছিল বের করা হয়। আহম্মদ আলী মোল্লা সম্পর্কে মামা হওয়ার কারনে মিছিলের শেষভাগে উপস্থিত ছিলেন তিনি। তবে সংসদ সদস্যের বিরুদ্ধে বা সরকার বিরোধী কোন শ্লোগান দেননি তিনি। প্রতিহিংসা বশত সংসদ সদস্য তাঁর বিরুদ্ধে এমন অভিযোগ এনেছেন। সংসদ সদস্যের প্রভাবে শিক্ষা কর্মকর্তারা তাঁকে সাময়ীক বরখাস্ত করেছেন।
জেলা শিক্ষা কর্মকর্তা মো. গোলাম নবী মুঠোফোনে বলেন, সংসদ সদস্যের মৌখিক নির্দেশটি আমলে নিয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা ওই শিক্ষককে কারন দর্শানো নোটিশ দিয়েছিলেন। পরিস্থিতির কারনে শিক্ষক মাসুদুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সময়মত সব ঠিক হয়ে যাবে।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …