নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুরে সড়ক দুর্ঘটনায় জরিনা বেগম (৫০) নামের এক নারী নিহত হয়েছে। আজ বুধবার সকাল ছয়টার দিকে গুরুদাসপুর থানার শিধুলী বিশ্ব রোডের আইড়মারী ব্রিজের পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহত জরিনা বেগম মহিষ উপজেলার শিধুলী গ্রামের তাজের আলী ফকিরের স্ত্রী।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান জানান, আজ বুধবার সকালে একটি মহিষবাহী পিক আপ নাটোরের দিক থেকে সিরাজগঞ্জ এর দিকে যাচ্ছিল। সকাল ছয়টার দিকে বনপাড়া হাটিকুমরুল রোডের মহিষ মারি ব্রিজ এলাকায় পৌঁছালে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা জরিনা বেগম কে ধাক্কা দিয়ে মহা সড়কের পাশে পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই জরিনা বেগম মৃত্যুবরণ করেন। পুলিশ পিকআপ ভ্যানের চালক এবং তার হেলপারকে আটক করতে পারেনি।
