নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুরে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে শ্বশুরের বিরুদ্ধে। রোববার গভীর রাতে উপজেলার মশিন্দা ইউনিয়নের সাহাপুরের কালিনগর গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগির মা সোমবার রাতে বাদি হয়ে শ্বশুর শাহীন খন্দকারের নামে থানায় মামলা দায়ের করে। তবে অভিযুক্ত পলাতক থাকায় এখন পযর্ন্ত তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
গুরুদাসপুর থানা পুলিশ জানায়, উপজেলার সাহাপুর গ্রামে আকলিমার বাড়িতে ভাড়া থাকতেন অভিযুক্ত শাহিন খন্দকার। অভিযুক্তর বাড়ি জয়পুর হাট জেলায়। ভাড়া মালিকের মেয়ের সাথে অভিযুক্ত ছেলের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এই সম্পর্কের কারণে বয়স কম হওয়া সত্বেও মেয়েকে অভিযুক্তর ছেলের সাথে বিয়ে দিতে বাধ্য হোন। গত রোববার গভীর রাত ১২টার দিকে অভিযুক্ত জোরপুর্বক তার পুত্রবধূকে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে এই ঘটনাটি ধামা চাপা দেওয়ায় চেষ্টা চলে। পুলিশ এ ঘটনা জানা মাত্রই সোমবার রাতেই ঘটনাস্থল থেকে মেয়ে, মা ও তার স্বামীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মেয়ে, স্বামী ও মা ধর্ষণের বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্ত শাহীন খন্দকারকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্ত্রির দাবি জানান।
এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন জানান, মামলা রজু হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করার জোর তৎপরতা চলছে।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …