শনিবার , ডিসেম্বর ২৮ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে শেখ রাসেল দিবস পালিত

গুরুদাসপুরে শেখ রাসেল দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
“শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস অদম্য আত্মবিশ্বাস”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের গুরুদাসপুরের শেখ কর্মসচীর মধ্যে দিয়ে শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন ও প্রথমবারের মত জাতীয়ভাবে শেখ রাসেল দিবস উদযাপন পালন করেছে উপজেলা প্রশাসন।

সোমবার(১৮অক্টোম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে রাষ্ট্রীয়ভাবে দিবসটির উদযাপনের সম্প্রচারিত অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে শেখ রাসেল আত্মজীবিনী ও প্রধানমন্ত্রীর দেওয়া ভাষণ প্রদর্শিত শেষ হওয়ার পরপরই উপজেলা প্রশাসন আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো.তমাল হোসেনের সভাপতিত্বে শহীদ শেখ রাসেলের জীবনের নানাদিক তুলে ধরে বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান মো.আনোয়ার হোসেন,মাধ্যমিক শিক্ষা অফিসার মো.ওয়াহিদুজ্জামান ও মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান মো.আলাল শেখ, সহকারি কমিশনার(ভূমি)মো.আবু রাসেল,সকল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অপরদিকে শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন ও দিবসটি স্মরনীয় করে রাখতে উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রাসরণ অফিসের উদ্যোগে কৃষি কর্মকর্তা মো.হারুনর রশিদ এর নেতৃত্বে পরিষদ চত্বরে দুর্যোগ সহনীয় তালগাছের চারা রোপন ও উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে ৪৮টি তাল গাছের চারা বিতরণ করা হয়।

পরে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজনে মাধ্যমিক আইসিটি ভবনে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে শেখ রাসেলের আত্মজীবীর উপর উপস্থিত বক্তব্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার প্রাথমিক স্তরের ৫টি ও মাধ্যমিক স্তরের ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।

উপস্থিত বক্তব্য প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী প্রতিযোগিতাকারীদের মধ্যে প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ছাত্র-ছাত্রীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো.আনোয়ার হোসেন, উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো.তমাল হোসেন, সহকারি কমিশনার(ভূমি) মো.আবু রাসেল, মাধ্যমিক শিক্ষা অফিসার মো.ওয়াহিদুজ্জামান, প্রাথমিক শিক্ষা অফিসার খ.ম জাহাগীর আলম প্রমুখ।

আরও দেখুন

বড়াইগ্রামে জামায়াতের ব্যাবসায়ী সমাবেশ

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,, নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া উপজেলা মডেল মসজিদ হল রুমে শুক্রবার বাদ জুম্মা জামায়াতে …