সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে শিশু শিক্ষার্থী ঝরে পড়ার হার ৩৬ শতাংশ। উচ্চ শিক্ষা বঞ্চিত হচ্ছে তারা

গুরুদাসপুরে শিশু শিক্ষার্থী ঝরে পড়ার হার ৩৬ শতাংশ। উচ্চ শিক্ষা বঞ্চিত হচ্ছে তারা

মো. আখলাকুজ্জামান, গুরুদাসপুর .
ঝরে পড়া রোধ করতে সরকার শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যবই এবং উপবৃত্তির টাকা দিচ্ছেন। উপবৃত্তির টাকা শিক্ষার্থীদের অভিভাবকের মোবাইলে বিকাশ করে দেওয়া হচ্ছে। আগামীতে ঝরে পড়ার হার শুণ্যে কোঠায় আনার লক্ষ্যে সরকার শিক্ষার্থীদের পাঠ্যবই এবং উপবৃত্তি ছাড়াও স্কুলড্রেস এবং ব্যাগসহ অন্যান্য উৎসাহমূলক শিক্ষা প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে নাটোরের গুরুদাসপুরে শিক্ষা ও স্বাক্ষরতার হার বেড়েছে নিঃসন্দেহে। সে তুলনায় বিদ্যালয়ে শিশু শিক্ষার্থী ঝরে পড়ার হার রোধ করা যায়নি। ২০১৭ সালে তৃতীয় শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীরা ২০১৯ সালে অনুষ্ঠিত পিএসসি পরিক্ষা পর্যন্ত পৌঁছাতে ৩৬ শতাংশ শিশু ঝরে পড়েছে। বিশাল অংকের ঝরে পড়া এসব শিশু উচ্চ শিক্ষা হতেও বঞ্চিত হচ্ছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য সেটাই প্রমাণ করে।
উপজেলা প্রাইমারী শিক্ষা অফিসের শিশু জরিপ ও ভর্তি রিপোর্টের তথ্যমতে, ২০১৭ সালে তৃতীয় শ্রেণিতে ভর্তিকৃত বালক শিশুর সংখ্যা ২ হাজার ৪৮০ জন ও বালিকা ২ হাজার ৩৯৩ জনসহ মোট ৪ হাজার ৮৭৩জন। ২০১৮ সালে চতুর্থ শ্রেণিতে উত্তীর্ণ হয় ৪ হাজার ৭শ’ জন। যার এক বছরেই ঝরে পড়ে ১৭৩ জন। ২০১৯ সালে চতুর্থ শ্রেণি থেকে পঞ্চম শ্রেণিতে উত্তীর্ণ হয়ে বালক ১ হাজার ৭৯৩ জন এবং বালিকা ১ হাজার ৯০৭ জনসহ মোট ৩ হাজার ৭শ’ জন ভর্তি হয়।
তথ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে, তৃতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণিতে আসতে বালক ৬৮৭ জন এবং বালিকা ৪৯৩ জনসহ মোট ১ হাজার ১৭৩ জন শিশু ঝরে পড়েছে। সদ্যসমাপ্ত পিএসসি পরিক্ষায় বালক ১ হাজার ৪৪৫ জন ও বালিকা ১ হাজার ৭৫৫ জনসহ মোট ৩ হাজার ২শ’ জন নিবন্ধন করে। পরীক্ষায় অনুপস্থিত থাকে ৭১ জন। ২০১৭ সালে তৃতীয় শ্রেণিতে যেসব শিশু ভর্তি হয়েছিল ২০১৯ সালে পিএসসি সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে সেই শিশুদের মধ্যে বালক ১ হাজার ৭৫ জন ও বালিকা ৬৬৯ জনসহ মোট ১ হাজার ৭৪৪ জন ঝরে পড়েছে। সর্বশেষ ঝরে পড়ার হার বালক ৪৩.৩৫ শতাংশ এবং বালিকা ২৮ শতাংশসহ মোট ৩৬ শতাংশ। এবারের এবতেদায়ী সমাপনী পরীক্ষায় নিবন্ধনকৃত বালক ২০৮জন এবং বালিকা ২২৯ জনসহ মোট ৪৭৩ জনের মধ্যে অনুপস্থিত ছিল বালক ৪৩ জন এবং বালিকা ২৭ জনসহ মোট ৭০ জন।
এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম রফিকুল ইসলাম বলেন, ঝরে পড়াদের সবাইকে ঝরেপড়া বলা যাবেনা। এদের মধ্যে কিছু রিপিটার হয়, কিছু মদ্রাসায় ভর্তি হয়, কিছু সংসারের উপার্জনের কাজে সম্পৃক্ত হয়ে বিদ্যালয়েই আসেনা। বিশেষ করে বাল্যবিয়ের শিকার হয়ে শিক্ষার সমাপ্তি ঘটাতে বাধ্য হচ্ছে কন্যা শিশুরা। তবে মেয়েদের চেয়ে ছেলেদের ঝড়ে পড়ার হার বেশি রয়েছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *