নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুরঃ
গুরুদাসপুরে ৭ বছরের এক শিশুকে ধর্ষনের চেষ্টার অভিযোগে রানা ফকির (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার পৌর সদরের আনন্দ নগর গ্রামে।
শিশুটির পিতা জাকির হোসেন জানান, ঈদুল ফিতর উপলক্ষে পার্শবর্তী বামনকোলা গ্রামের মিলন হোসেনের শিশু ছেলে মেহেদী (৮) আমাদের বাড়িতে তার মায়ের সাথে বেড়াতে আসে। আজ সোমবার (ঈদের দিন) দুপুরে আমার মেয়ে ভাত খেতে বসে। এমন সময় মেহেদী আমার শিশুকে বলে রানা তোমাকে ডাকছে। ওই সময়ে মেহেদী ওই শিশুকে ভুলিয়ে রানা মাঠে নিয়ে যায়। এমন সময় রানা কৌশলে মেহেদীকে দূরে খেলতে বলে পাশের নির্জনস্থানে গননা খেলার কথা বলে ওই শিশুকে চোখ বেধে মুখে তরল জাতীয় কিছু খাইয়ে দিয়ে জোরপূর্বক ধর্ষন চেষ্টা করে। এমন সময় ওই শিশুটির চিৎকার শুনে শিশু মেহেদী এগিয়ে গেলে অভিযুক্ত রানা ফকির তাদের রেখে চলে যায়। পরে শিশুটি দুপুরে এসে ঘটনাটি তার মাকে জানায়। জিজ্ঞাসাবাদে রানা এলাকাবাসির কাছে তার অপকর্মের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে এলাকাবাসি।
এ ঘটনায় শিশুটির পিতা জাকির হোসেন বাদী হয়ে সন্ধ্যায় গুরুদাসপুর মামলা দায়ের করেন। রাতেই গুরুদাসপুর থানার এস আই শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে অভিযুক্ত রানা ফকিরকে আটক করেন। রানা ফকির ওই গ্রামের ইমদাদুল ফকিরের ছেলে।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, ধর্ষন চেষ্টার মামলা রুজু করে অভিযুক্তকে আটক করা হয়েছে।
আরও দেখুন
সাপন্থীরে নিষিদ্ধের দাবিতে লালপুরে মানব বন্ধন ও প্রতিবা সভা
নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,টঙ্গী ইজতেমা ময়ানে বিনা কারণে নিরস্ত্র ঘুমন্ত তাবলীগের সাথীরে উপর নৃশংস হত্যাযজ্ঞ, হামলা …