বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে শিশুকে যৌন নিপীড়ন গ্রেপ্তার ১

গুরুদাসপুরে শিশুকে যৌন নিপীড়ন গ্রেপ্তার ১


নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুরঃ

নাটোরের গুরুদাসপুরে সাত বছরের শিশু সোহানকে যৌন নিপীড়ন করার মামলায় তিনজনের মধ্যে হৃদয় (১৪) নামের কিশোরকে গ্রেপ্তার করে বুধবার নাটোর কারাগারে পাঠিয়েছে থানা পুলিশ। উপজেলার খুবজীপুর স্কুলপাড়া গ্রামে ২৭মে সন্ধ্যা ৭টায় ওই যৌন নিপীড়নের ঘটনা ঘটে। এতে এলাকাবাসী ক্ষোভে ফুঁসে উঠলে অভিযুক্তরা গা ঢাকা দেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, পার্শবর্তী বামনবাড়িয়া গ্রামের দিনমজুর সোহাগ আলীর ছেলে সোহান (৭) তার নানা সাইদুল ইসলামের বাড়িতে থেকে খুবজীপুর সরকারি প্রাইমারী স্কুলের দ্বিতীয় শ্রেণিতে পড়ে। ঘটনার দিন প্রতিবেশি কামরুল ইসলামের ছেলে হৃদয় (১৫), আরশেদ আলীর ছেলে জামরুল (১৬) ও জালালের ছেলে মারুফ (১৪) শিশুটিকে যৌন নিপীড়ন করে। ঘটনার পর শিশুটিকে আহত অবস্থায় স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন নেওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গুরুদাসপুর থানার ওসি মোজাহারুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলার প্রেক্ষিতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকী দুজনকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও দেখুন

বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …