রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / খেলা / গুরুদাসপুরে শহিদ শেখ কামাল স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

গুরুদাসপুরে শহিদ শেখ কামাল স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে জাতির জনক বঙ্গবন্ধুর জ্যৈষ্ঠ পুত্র বীরমুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন ক্রীড়ানুরাগী শেখ কামাল এঁর ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
আজ (৫আগষ্ট) বৃহস্পতিবার বিকাল ৪টায় গুরুদাসপুর শহীদ বিলচলন সামসুজ্জোহা সরকারি অনার্স কলেজ মাঠে উপজেলা প্রশাসন আয়োজনে ওই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

প্রীতি ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার তমাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সংস্থার সাধারণ সম্পাদক রাজ কুমার কাসি ও উপজেলা আ.লীগের ক্রীড়া সম্পাদক পলান ঘোষ ও পৌর আ.লীগের ক্রীড়া সম্পাদক সোহেল।

খেলায় অংশগ্রহণ করে গুরুদাসপুর ভোরেরডাক ফুটবল একাডেমী একাদশ ও গুরুদাসপুর উপজেলা অর্ন্ধুধ ১৭ ফুটবল একাদশ। ৮০মিনিটের খেলায় ভোরেরডাক ফুটবল একাডেমি দল ২-১ গোলের ব্যবধানে গুরুদাসপুর উপজেলা অনুধর্ধ ১৭ ফুটবল দলকে পরাজিত করে।

খেলা শেষে সম্মানিত অতিথিবৃন্দ বিজয়ী ও বিজীত উভয় দলের অধিনায়কের হাতে পুরস্কার তুলে দেন।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …