শনিবার , জানুয়ারি ৪ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে ল্যাপকল অপারেশন থিয়েটার উদ্বোধন

গুরুদাসপুরে ল্যাপকল অপারেশন থিয়েটার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো কাটাছেঁড়া ছাড়াই ল্যাপকল (লাপারস্কপি) মেশিনের মাধ্যমে অপারেশন থিয়েটারের উদ্বোধন করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল কুদ্দুস। বুধবার সকাল ১০টায় এর উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. মো. মুজাহিদুল ইসলাম, সার্জন ডা. রাজিবুল ইসলাম, ডা. সোহরাব হোসেন সম্রাট, চলনবিল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলী আককাছ প্রমুখ।

উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা জানান, অপারেশনের পরের দিনই রোগী বাড়ি ফিরে যেতে পারবেন। তাছাড়া অপারেশনের পরে ব্যথা কম হয়। সাধারণ অপারেশনের তুলনায় ওষুধপত্রের খরচ কম হয় এবং হাসপাতালেও কম সময় থাকতে হয়। জানা যায়, প্রথম রোগী আরিফা বেগমের অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে ।

আরও দেখুন

বড়াইগ্রামে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ছাত্র সমাবেশ

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত …