শনিবার , এপ্রিল ২০ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে লিচু গাছের সাথে শত্রুতা

গুরুদাসপুরে লিচু গাছের সাথে শত্রুতা

নিজস্ব প্রতিবেদক,গুরুদাসপুর

নাটোরের গুরুদাসপুরে অধ্যক্ষ মাসুদুল হকের ৬টি লিচুগাছ উপড়ে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার গভীর রাতে উপজেলার মামুদপুর গ্রামে এ ঘটনায় থানায় অভিযোগ দেন ওই অধ্যক্ষ। লিচুরগাছ উপড়ে ফেলার ঘটনায় দোষীদের বিরুদ্ধে শাস্তি দাবী করেছেন এলাকাবাসী।

অধ্যক্ষের স্ত্রী নাজমুন্নাহার বলেন, এক মাস আগে ৬ হাজার টাকায় ৬টি লিচুর চারাগাছ কিনে বাড়ির পাশের রসুনের জমিতে রোপন করা হয়। নতুন পাতা ও শিকড় গজাচ্ছিল এমন সময় গাছগুলো উপড়ে ফেলা হলো। ইতিপূর্বে আমাদের কয়েকটি আমগাছের চারা কেটে ফেলেছে শত্রুতা । সেই সাথে ২০টি মুরগি চুরির ঘটনাও ঘটেছে। পারিবারিক কলহের জের ধরে এসব ঘটনা ঘটছে বলে তিনি মনে করেন।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মোজাহারুল ইসলাম বলেন, অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার সকালে ঘটনাস্থলে গেলে সত্যতা পাওয়া যায়। যারা গাছের সাথে শত্রুতা করেছে তদন্তপূর্বক তাদের বিরুদ্ধে কঠোরভাবে ব্যবস্থা নেয়া হবে।

আরও দেখুন

২৪ ঘন্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত পরিচয় পাওয়া যায়নি ট্রেনের ইঞ্জিনের হুকে ঝুলে ছিল নারীর মরদেহ

নিজস্ব প্রতিবেদক,হিলি :দিনাজপুরের হিলি রেলস্টেশনে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সামনে …