শুক্রবার , ডিসেম্বর ২৭ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে লাইসেন্স নবায়ন না থাকায় আলপনা ক্লিনিক বন্ধ

গুরুদাসপুরে লাইসেন্স নবায়ন না থাকায় আলপনা ক্লিনিক বন্ধ

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুর পৌরসদরের চাঁচকৈড় বাজারের আলপনা ক্লিনিক-২ এর লাইসেন্স নবায়ন না থাকায় বন্ধ করে দেওয়া হয়েছে। বুধবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম ওই ক্লিনিক বন্ধ করে দেন। এসময় স্যানিটারী ইন্সপেক্টর মাধব কুমার দাস, হেল্থ ইন্সপেক্টর আাব্দুর রহিম উপস্থিত ছিলেন।

ডা. মুজাহিদুল ইসলাম বলেন, ক্লিনিকটিতে অনেক ত্রুটি রেেয়েছ এবং লাইসেন্স নবায়ন না থাকায় বন্ধ করে দেওয়া হয়েছে।
এব্যাপারে মুঠোফোনে যোগযোগ করা হলে ক্লিনিক মালিক মো. আলাল উদ্দিন বলেন, এসব মিথ্যে এবং ক্লিনিক বন্ধ হয়নি বলেই মোবাইল ফোন বন্ধ করে দেন।

সিদ্দিকুর রহমান, শরিফুল ইসলামসহ স্থানীয় অনেকেই বলেন, ইতিপূর্বে অনিয়ম থাকায় আলপনা ক্লিনিক-১ সিলগালা করে দেওয়া হয়েছে। এই ক্লিনিকে ভুল অপারেশনে রোগীর মৃত্যুর অভিযোগও রয়েছে। অনেক কিছু ধামাচাপা দিয়ে এসব ক্লিনিক ব্যবসা করে চলছে। নোংরা এবং অনিয়মে ভরা ক্লিনিকগুলো স্থায়ীভাবে বন্ধ করে দেওয়াই উচিৎ।

আরও দেখুন

বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …