নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুরঃ
নাটোরের গুরুদাসপুরে লটারীর মাধ্যমে সরাসরি কৃষকের কাছ থেকে বোরো ধান ক্রয়ের ঘোষণা দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল কুদ্দুস। রোববার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এই ঘোষণা দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তমাল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী আব্দুল কুদ্দুস এমপি। এছাড়া উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আকতার, খাদ্য নিয়ন্ত্রক উম্মে কুলসুম ও কৃষি কর্মকর্তা আব্দুল করিম বক্তব্য রাখেন।
উপজেলা খাদ্য গুদাম রক্ষক আব্দুর রউফ খান বলেন, গুরুদাসপুরে ৩১ আগস্টের মধ্যে পৌরসভা ও ৬টি ইউনিয়নের কৃষকের কাছ থেকে ৯০৭ মে.টন বোরো ধান ১ হাজার ৪০ টাকা মণ দরে ক্রয় করতে হবে। এ লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে সংশ্লিষ্টদের মাঠে থাকার আহ্বান জানিয়েছেন আব্দুল কুদ্দুস এমপি।‘
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে অসহায় শীতার্ত মানুষের মাঝে আনসার-ভিডিপির কম্বল বিতরণ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জে,,,,,,,,,,,,,, দেশের প্রান্তিক পর্যায়ের অসহায় মানুষের শীতের কষ্ট লাঘবের উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ …