বুধবার , নভেম্বর ৬ ২০২৪
নীড় পাতা / কৃষি / গুরুদাসপুরে লটারীর মাধ্যমে কৃষকের ধান ক্রয়ের ঘোষণা

গুরুদাসপুরে লটারীর মাধ্যমে কৃষকের ধান ক্রয়ের ঘোষণা


নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুরঃ

নাটোরের গুরুদাসপুরে লটারীর মাধ্যমে সরাসরি কৃষকের কাছ থেকে বোরো ধান ক্রয়ের ঘোষণা দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল কুদ্দুস। রোববার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এই ঘোষণা দেওয়া হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা তমাল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী আব্দুল কুদ্দুস এমপি। এছাড়া উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আকতার, খাদ্য নিয়ন্ত্রক উম্মে কুলসুম ও কৃষি কর্মকর্তা আব্দুল করিম বক্তব্য রাখেন।


উপজেলা খাদ্য গুদাম রক্ষক আব্দুর রউফ খান বলেন, গুরুদাসপুরে ৩১ আগস্টের মধ্যে পৌরসভা ও ৬টি ইউনিয়নের কৃষকের কাছ থেকে ৯০৭ মে.টন বোরো ধান ১ হাজার ৪০ টাকা মণ দরে ক্রয় করতে হবে। এ লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে সংশ্লিষ্টদের মাঠে থাকার আহ্বান জানিয়েছেন আব্দুল কুদ্দুস এমপি।‘

আরও দেখুন

সিংড়ায় যৌথবাহিনীর ব্যাপক তল্লাশি

নিজস্ব প্রতিবেদক,,,,,,, সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় যৌথবাহিনী। এসময় তাদের মোটরসাইকেল, প্রাইভেটকার, কাভার্ড …