বৃহস্পতিবার , এপ্রিল ৩ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে লছিমনের ধাক্কায় এক শিশু নিহত

গুরুদাসপুরে লছিমনের ধাক্কায় এক শিশু নিহত

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুরে ইঞ্জিনচালিত লছিমনের ধাক্কায় স্বর্নাল হোসেন নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার শিকারপুর এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত স্বর্নাল উপজেলার মশিন্দা ইউনিয়নের শিকারপুর এলাকার শিবলু হোসেনের ছেলে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন জানান, বাড়ির পাশেই খেলা করছিল শিশু স্বর্নাল হোসেন। একপর্যায়ে সে সবার অগোচরে আঞ্চলিক সড়কে উঠে পড়ে। এসময় চাঁচকৈড় থেকে মশিন্দা মুখী লছিমনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায় সে।
এসময় স্থানীয়রা এগিয়ে এলে লছিমনটি রেখেই তার চালক পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার সহ যানবাহনটি জব্দ করে। পরে আবেদনের প্রেক্ষিতে মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

আরও দেখুন

চিকিৎসার জন্য ডিজি যেই কথা বললেন

নিজস্ব প্রতিবেদক……………………দেশের সরকারী হাসপাতালগুলোর চিকিৎসা সংকট দুর করতে নতুন করে ৫হাজার চিকিৎসক নিয়োগ দেওয়ার পরিকল্পনা …