নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর.
নাটোরের গুরুদাসপুর উপজেলায় মহিলাদের জন্য একমাত্র উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান রোজী মোজাম্মেল মহিলা কলেজের ডিগ্রী শাখা দীর্ঘ ২০বছর পর এম.পি.ও ভুক্ত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডাঃ দপিু মনিকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়ে বিশেষ মাহ্ফিলে মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কলেজ চত্বরে উক্ত কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দের আয়োজনে এই মাহ্ফিলে মিলাদ অনুষ্ঠিত হয়। উক্ত মাহ্ফিলে মিলাদ অনুষ্ঠানের সভাপতি গুরুদাসপুর পৌর মেয়র ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ শাহনেওয়াজ আলী মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী তমাল হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন,উক্ত কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মায়া রাণী চক্রবত্তী। এসময় উপস্থিত ছিলেন,গুরুদাসপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম,শিক্ষক মাজেদুল ইসলাম,তুহিন আব্বাসীসহ সকল শিক্ষকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
আরও দেখুন
নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল
নিজস্ব প্রতিবেদক………………..নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১২ …