বৃহস্পতিবার , জানুয়ারি ৯ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে রোগ প্রতিরোধে চার দিনব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন

গুরুদাসপুরে রোগ প্রতিরোধে চার দিনব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
কোভিড-১৯, ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমুলক চারদিন ব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তমাল হোসেন রবিবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এর উদ্বোধন শেষে বক্তব্য রাখেন। প্রতিদিন ৩২ জন করে চারদিনে ১২৮ জনকে এ প্রশিক্ষণ প্রদান করা হবে।

স্থানীয় সরকার বিভাগ ও জাইকা’র আর্থিক সহায়তায় উপজেলা পরিষদ ওই প্রশিক্ষণের আয়োজন করে।

এ উপলক্ষে আলোচনা সভায় অন্যদের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলাল শেখ ও রোকসানা আকতার, সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আবু রাসেল, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম, জাইকা প্রতিনিধি শ্রী প্রদীপ কুমার বক্তব্য রাখেন।

আরও দেখুন

নন্দীগ্রামে সরিষা ফুলে মৌমাছির আনাগোনা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম ,,,,,,,,,,,,,,,,,আবহাওয়া অনুকূলে থাকলে চলতি রবি মৌসুমে বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় সরিষার ভালো ফলনের …