নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
গুরুদাসপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রাসেলের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিনের সঞ্চালনায় ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল কুদ্দুস।
এসময় উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল শেখ ও রোকসানা আক্তার উপস্থিত ছিলেন। এসময় উপজেলার শ্রেষ্ঠ ৫ জয়িতা সফল জননী রাজেদা বেগম, সমাজ উন্নয়নে ফরিদা পারভীন, অর্থনৈতিক সাফল্যে আলেয়া জেবিন, শিক্ষা ও চাকরিতে শিরিনা খাতুন ও নতুন উদ্যমে জীবনা শুরু করা ক্যাটাগরিতে শিল্পী খাতুনকে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়।
আরও দেখুন
দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে দেশের মানুষকে ভোট দেওয়ার সুয়োগ করে দিন- দুলু
নিজস্ব প্রতিবেদক,……………… বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, …