সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে রবীন্দ্র সন্ধ্যা অনুষ্ঠিত

গুরুদাসপুরে রবীন্দ্র সন্ধ্যা অনুষ্ঠিত

গুরুদাসপুর থেকে আখলাকুজ্জামানঃ
নাটোরের গুরুদাসপুরে শিল্পকলা একাডেমী চালু করার লক্ষ্যে স্থানীয় শিল্পীদের সমন্বয়ে ‘তুমি রবে নিরবে’ রবীন্দ্র সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও তমাল হোসেনের সভাপতিত্বে রবীন্দ্রচর্চার আহ্বান জানিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন। এসময় সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ নাহিদ হাসান খানসহ বিভিন্ন শ্রেণিপেশার সঙ্গীত পিপাসুরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রভাষক তুহিন আব্বাসীর সঞ্চালনায় রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন রাজশাহী বেতারের নিয়মিত শিল্পী হাসেম আলী, আবু শামীম, মইনুল হোসেন, তুষি, তানিশা ও শ্রাবণী। সঙ্গীতানুষ্ঠান শেষে উপস্থিত সবাইকে শীতকালীন চিতই ও ভাপা পিঠা খাওয়ান ইউএনও তমাল হোসেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …