রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

গুরুদাসপুরে যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর
নাটোরের গুরুদাসপুরে উপজেলা ও পৌর যুুব মহিলালীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। শনিবার সকাল ১০ টায় স্থানীয় সাংসদ অধ্যাপক মো.আব্দুল কুদ্দুস এমপির বাসভবনে ওই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নিরবতা পালন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শুভেচ্ছা দিয়ে আনুষ্ঠানিকভাবে কেক কেটে অনুষ্ঠানটির উদ্বোধন করেন সাংসদ আব্দুল কুদ্দুস।

উক্ত অনুষ্ঠানে গুরুদাসপুর যুব মহিলা লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহিনুর খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক মো.আব্দুল কুদ্দুস। এসময় বিশেষ অতিথি হিসেবে গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান মো.আনোয়ার হোসেন, পৌর আ-লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম সবুজ, গুরুদাসপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিয়ার রহমান বাঁধন, ছাত্রলীগ নেতা জামানসহ উপস্থিত ছিলেন ।

উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, গুরুদাসপুর উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক নাহিদা আক্তার রুপা হক, পৌর যুব মহিলা লীগের সভাপতি কাওসার জাহান লিপি, সাধারণ সম্পাদক কাজলী আক্তার, সাংগঠনিক সম্পাদক রুপা দাসসহ প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, গুরুদাসপুর উপজেলা যুব মহিলালীগের প্রচার সম্পাদক শামীমা পারভেজ।

আরও দেখুন

নাটোর কেন্দ্রীয় মহাশ্মশানের পাহারাদারকে হত্যা

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,, নাটোরের বড় হরিশপুর কাশিমপুর মহাশ্মশানে পাহারাদার তরুণ কুমার দাস(৬০) কে হত্যা করেছে দুর্বৃত্তরা। …