মঙ্গলবার , ডিসেম্বর ৩১ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে যুবককে কুপিয়ে জখম

গুরুদাসপুরে যুবককে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে শহিদুল ইসলাম (৩২) নামের এক যুবককে কুপিয়ে জখম প্রাপ্ত করা হয়েছে। গুরুত্বর আহত অবস্থায় তাকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে উপজেলার চাপিলা ইউনিয়নের মহারাজপুর গ্রামে।

আহত শহিদুল ইসলাম জানান, তিনি পেশায় ফিড ব্যবসায়ী। ফিড কেনার জন্য ব্যাগে ২ লাখ ৬০ হাজার টাকা নিয়ে চাঁচকৈড় বাজারের উদ্দেশ্যে আসছিলো। প্রতিমধ্যে বৃ-গড়িলা ব্রিজ এলাকায় পৌছালে পূর্ব শত্রুতার জেরে বৃ-গড়িলা এলাকার আমজাদ হোসেন ও তার ছেলে আজাদ হোসেন হাতে ধারালো চাইনিজ কুড়াল নিয়ে তার ওপর অতর্কিত ভাবে হামলা চালায় এবং কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়। ঘটনাস্থলে তার ডাক চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে চিকিৎসার জন্য গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মতিন জানান, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরও দেখুন

লালপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা কমিটিরমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা …