নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর
নাটোরের গুরুদাসপুরে এডিস মশা প্রতিরোধে উপজেলা চত্বরে ময়লা আবর্জনা পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেন উপজেলা প্রশাসন। সকাল ১১টায় উপজেলা প্রশাসন আয়োজনে এই পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়।
এই অভিযানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তমাল হোসেনের নেতৃত্বে উপজেলা রোভার স্কাউট দলের সদস্যরা অংশগ্রহণ করেন। এছাড়াও এই অভিযান অংশগ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, সহকারি কমিশনার(ভূমি) মোঃ নাদিহ হাসান খান, ভাইস চেয়ারম্যান মোঃ আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রোকসানা আক্তারসহ উপজেলা সকল কর্মকর্তাগণ।
