শুক্রবার , ডিসেম্বর ২৭ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে মোহনা টিভি রিপোর্টার এর সন্ধান দাবিতে মানববন্ধন

গুরুদাসপুরে মোহনা টিভি রিপোর্টার এর সন্ধান দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর
নাটোরের গুরুদাসপুরে মোহনা টেলিভিশনের সিনিয়র স্টাফ রিপোর্টার মুশফিকুর রহমানের সন্ধান দাবিতে থানা মোড় শাপলা চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১ঘটিকায় উপজেলা দর্শক ফোরাম ও মডেল প্রেসক্লাবের আয়োজনে উপজেলা সাংবাদিকবৃন্দ, রোজী মোজাম্মেল কলেজের শিক্ষক ও ছাত্রীদের অংশগ্রহণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে মোহনা টেলিভিশনের গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের সহসভাপতি মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ রাশিদুল ইসলাম রাসেল ও মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ মাজেম আলীসহ প্রমুখ।

শনিবার সন্ধ্যা ৭টা হতে গুলশান ১নং গোল চত্বর থেকে নিখোঁজ সাংবাদিকের সন্ধান দাবিতে বক্তরা ২৪ ঘন্টার মধ্যে নিখোঁজ সাংবাদিকের সন্ধানের এবং অপ্রহরণকারীদের অবিলম্বে গ্রেফতার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

এব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করি। পেশাজীবি সাংবাদিকরা দেশের কল্যাণে জন্য কাজ করে। তাদের জীবনের নিরাপত্তা চেয়েও জোর দাবি আবেদন।

আরও দেখুন

নাটোরে আন্তঃ ক্যাডার বৈষম্য নিদর্শন এর দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,বাংলাদেশ সিভিল সার্ভিসের ২৫ টি ক্যাডারের (বিসিএস প্রশাসন ক্যাডার বাদে) সমন্বয়ে গঠিত আন্তঃক্যাডার বৈষম্য …