সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে মোটরসাইকেল চাপায় এক কিশোর নিহত

গুরুদাসপুরে মোটরসাইকেল চাপায় এক কিশোর নিহত


নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুরে মোটরসাইকেল চাপায় সাব্বির হোসেন (১৪) নামের এক কিশোর নিহত হয়েছে। আজ ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল আটটার দিকে গুরুদাসপুর নওপাড়া মাঠপাড়া মোড় নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত সাব্বির হোসেন উপজেলার চাপিলা ইউনিয়ন রায়পুর কালিবাড়ী গ্রামের সাইদুর রহমানের ছেলে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন জানান, আজ ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল আটটার দিকে সাব্বির ভ্যান যোগে নওপাড়া মাঠপাড়া নামক স্থানে পৌঁছালে ফরহাদ হোসেন নামে এক ব্যক্তি মোটরসাইকেল চালিয়ে পেছন থেকে ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা সাব্বির রহমান ছিটকে রাস্তার উপর পড়ে যায়। এসময় ফরহাদ হোসেন সাব্বির হোসেন এর গলার উপর দিয়ে মোটরসাইকেল চালিয়ে গেলে, সাব্বির হোসেন ঘটনাস্থলেই মৃত্যু বরণ করে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …