ভাংচুর
নিজস্ব প্রতিবেদক গুরুদাসপুর,,,,,,,,,,,,,,,,নাটোরের গুরুদাসপুরে সততা এন্টারপ্রাইজ নামের এক মুদিখানা
দোকান ও ওয়ার্কশপ কারখানা চুরি ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে
মালামালসহ নগদ ৫০ হাজার চুরি ও ও ভাংচুরের ঘটনায় দোকানে প্রায়
দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার(২ জানুয়ারী) গভীর রাতে উপজেলার মশিন্দা ইউনিয়নের
মধ্যচরপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। এঘটনায় সকালের দিকে একই
গ্রামের মৃত আরশেদ আলীর ছেলে শফিকুল ইসলাম (৪০),আবু তালেবের
ছেলে আফতাব আলী (৩৫),হযরত আলীর ছেলে আলম হোসেন (২৫)সহ ৭
জনের নামে বাদি হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন দোকান মালিক
আনিসুর রহমান (৩৭) ।
দোকান মালিক আনিসুর রহমান বলেন, রাত্রি ১২টার দিকে নিজ বাড়ির
সামনে দোকান বন্ধ করে বাড়িতে যান। পরদিন ভোর ৬টার দিকে তাঁর
সহধর্মিনী তানিয়া সুলতানা দোকান ঘর খুলতে গিয়ে দেখতে পান
তালা ভাঙ্গা। এমতাবস্থা দেখে আমাকে খবর দেন। আমি খুলতেই দোকানের
ভেতরে সবকিছু এলোমেলো ও ভাংচুর দেখে বিষয়টি পুলিশকে খবর দেই।
পরে দোকানের ভেতরে গিয়ে ক্যাশ বাক্স ভাঙ্গা দেখতে পান। সেখানে রাখা
নগদ ৫০ হাজার টাকা নেই। দোকানের এক অংশের ওয়ার্কশপ থেকে ১টি
ওয়ারলিং মেশিন, ১টি কাটার মেশিন,১টি শান মেশিন ও প্লেনসিট সহ
অন্যান্য মালামাল চুরি করে নিয়ে গেছে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন
বলেন, খবর পেয়ে সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ সংক্রান্ত
থানায় অভিযোগের সাপেক্ষে সত্য ঘটনা উদঘাটনে তদন্ত কাজ চলছে।