শনিবার , নভেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে মুজিব বর্ষে নিজ অর্থ খরচে ১২০০ এতিম শিশুদের সাথে দুপুরের খাবার খেলেন উপজেলা চেয়ারম্যান

গুরুদাসপুরে মুজিব বর্ষে নিজ অর্থ খরচে ১২০০ এতিম শিশুদের সাথে দুপুরের খাবার খেলেন উপজেলা চেয়ারম্যান


নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুরঃ
নাটোরের গুরুদাসপুর উপজেলার খামারপাথুরিয়া হাসিনা বানু শিশুসদনের মসজিদে নিজ অর্থ ব্যায়ে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে আলোচনাসভা,বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত বিশেষ দোয়া ও ওই শিশু সদনে পড়–য়া এতিম ১২শত শিশুদের দুপুরে খাবারের আয়োজন করেন উপজেলা চেয়ারম্যান মো.আনোয়ার হোসেন ।

আজ দুপুরে মুজিববর্ষ উপলক্ষে উপজেলার খামারপাথুরিয়া হাসিনাবানু শিশূসদন মসজিদে যোহর নামাজ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত আলোচনা সভায় হাসিনাবানু শিশুসদনের সুপার মাওলানা মো.শিহাব উদ্দিনের সভাপতিত্বে বঙ্গবন্ধুর জীবন ও তাঁর কর্ম নিয়ে প্রধান অতিথি মো.আনোযার হোসেন বক্তব্য রাখেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার মো.তমাল হোসেন। এসময় গুরুদাসপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি মো.আতিয়ার রহমান.সাধারন সম্পাদক মো.শুভাশীষ কবিরসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ হাসিনাবানু শিশু সদনে পড়–য়া ১২শত এতিম শিশুদের সাথে দুপুরে ভাল খাবার খান।

আরও দেখুন

লালপুরে বিএনপির মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক লালপুরে,,,,,,,, নাটোরের লালপুরে বিএনপির মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর ২০২৪) …