বৃহস্পতিবার , এপ্রিল ২৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে মুজিববর্ষ উপলক্ষে ২শ’ শিক্ষার্থীর মাঝে ফলদ বৃক্ষের চারা বিতরণ

গুরুদাসপুরে মুজিববর্ষ উপলক্ষে ২শ’ শিক্ষার্থীর মাঝে ফলদ বৃক্ষের চারা বিতরণ

আখলাকুজ্জামান, গুরুদাসপুরঃ
নাটোরের গুরুদাসপুর উপজেলার মামুদপুর মোল্লাবাজার কারিগরি স্কুল এন্ড কলেজে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মুজিববর্ষ পালন উপলক্ষে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ২শ’ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়।

বুধবার বেলা ১১টায় প্রতিষ্ঠানের দাতা সদস্য আঙ্গুরী বেগমের সভাপতিত্বে কলেজ ক্যাম্পাসে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মোল্লাবাজার বণিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম শফি। স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মাসুদুল হক আলেক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য আব্দুল মালেক মন্ডল, সমাজসেবক হাসান মোল্লা, ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম, ট্রেড ইন্সপেক্টর শহীদুল ইসলাম, নাজিরপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি তাইজুল ইসলাম, শিক্ষার্থী মিজানুর রহমান, ইয়ানুর খাতুন প্রমুখ।

শেষে স্থানীয় শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকাবাসী।

আরও দেখুন

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গোপনে নিয়োগের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর: আদালতের নিষেধাজ্ঞা, জোষ্ঠ্যতা লঙ্ঘন এবং চাকরি প্রার্থীদের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ না করতে …