নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুরঃ
নাটোরের গুরুদাসপুরে “ক্যাম্পেইন ফর ডিজিটাল প্রোডাক্ট এন্ড সার্ভিস” শীর্ষক এক ক্যাম্পেইনের উদ্বোধন করেছেন ইসলামী ব্যাংক চাঁচকৈড় শাখা প্রধান এভিপি মো. নুর হোসেন। শনিবার বেলা ১১টার দিকে চাঁচকৈড় চৈতালী হাটমোড়ে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এভিপি মো. নুর হোসেন জানান, আধুনিক সেবা প্রদানের লক্ষ্যে গুরুদাসপুরের ২০টি পয়েন্টে মাসব্যাপী এই ক্যাম্পেইন হবে। ব্যাংকটির গ্রাহকরা মোবাইল অ্যাপস’র মাধ্যমে এই ব্যাংকিং সেবা নিতে পারবেন। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব তিরমিজ খান, আব্দুস সালাম মন্ডল সহ ব্যাংকের কর্মকর্তা, কর্মচারী ও গ্রাহকরা উপস্থিত ছিলেন।
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে মাসব্যাপী ‘ক্যাম্পেইন ফর ডিজিটাল প্রোডাক্ট এন্ড সার্ভিস’
আরও দেখুন
গুরুদাসপুরে মাদ্ধসঢ়;রাসার বার্ষিক ফলাফল
ঘোষণা ও পুরস্কার বিতরনী সভা নিজস্ব প্রতিবেদক গুরুদাসপুর ,,,,,,,,,,,,,,,,,,,,গুরুদাসপুরে সাউতুল কুরআন মাদ্ধসঢ়;রাসার বার্ষিক ফলাফল ঘোষণা …