মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে মায়ের বকা খেয়ে মেয়ের আত্মহত্যা

গুরুদাসপুরে মায়ের বকা খেয়ে মেয়ের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুরে ফাতেমা খাতুন হেনা নামের দশ বছরের এক কন্যা শিশু আত্মহত্যা করেছে বলে জানা গেছে। বুধবার বিকেল পৌনে তিনটার দিকে মায়ের বকা খেয়ে গুরুদাসপুরের শিশু হেনা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে জানায় তার পরিবারের সদস্যরা। হেনা গুরুদাসপুর থানার কুমারখালী চরাপাড়া গ্রামের ফজলুর রহমানের মেয়ে।

পুলিশ জানায়, ফাতেমা খাতুন হেনার মা শিল্পী খাতুন ফাতেমাকে পড়াশোনার জন্য গালিগালাজ করে পাশের বাড়িতে যায়। কিছু সময় পর হেনার মা শিল্পী ফিরে এসে ঘরে দরজা বন্ধ দেখতে পায়। পরে জানালা দিয়ে দেখেন ফাতেমা ঘরের তিরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে ঝুলে আছে। শিল্পী খাতুন চিৎকার করলে প্রতিবেশী মিজানুর রহমান দৌড়ে এসে ঘরের দরজা ভেঙ্গে ফাতেমাকে নিচে নামিয়ে দেখেন ফাতেমা মারা গেছে।

এব্যাপারে গুরুদাসপুর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …