বৃহস্পতিবার , এপ্রিল ১৭ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে মাননীয় প্রধানমন্ত্রীর খাদ্য উপহারসামগ্রী বিতরণ

গুরুদাসপুরে মাননীয় প্রধানমন্ত্রীর খাদ্য উপহারসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে কর্মহীন অসহায় ৪৫০ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর খাদ্য উপহার সামগ্রী হিসেবে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে।

আজ সকালে গুরুদাসপুর উপজেলার মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পৌর প্রশাসন কর্তৃক ওই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় পৌর মেয়র মো.শাহনেওয়াজ আলী মোল্লা উপস্থিত থেকে নিজ হাতে অসহায় মানুষের হাতে মাননীয় প্রধানমন্ত্রীর খাদ্য উপহার সামগ্রী তুলে দেন।

এসময় পৌর মেয়র শাহনেওয়াজ আলী মোল্লা বলেন, দেশের এমন দূর্যোগ মূহুতে মাননীয় প্রধানমন্ত্রী সব সময় অসহায় মানুষের জন্য চিন্তা করেন। করোনায় কর্মহীন অসহায় মানুষের সব সময় খোঁজ খবর রাখছেন এবং তাদের খাদ্য সহায়তায় কাজ করে যাচ্ছেন। এমন মানবদরদী মাননীয় প্রধানমন্ত্রীর জন্য অসহায় মানুষের কাছে তিনি দোয়া চেয়েছেন। এসময় পৌর কাউন্সিলরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

পরীক্ষা কেন্দ্রে অভিভাবকদের জন্য বিশ্রাম,পানি ও খাবার স্যালাইনের ব্যবস্থা করলো ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, নাটোরের নলডাঙ্গায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে আসা অবিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার …