নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বিদায় সংবর্ধনা

গুরুদাসপুরে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বিদায় সংবর্ধনা


নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরের মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় মাধ্যমিক শিক্ষা অফিস কার্যালয়ে উপজেলার শিক্ষা সমিতির আয়োজনে শিক্ষকদের উপস্থিতিতে ওই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সুযোগ্য শিক্ষা কর্মকর্তার অবস্থানকালীন কর্মজীবন স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তমাল হোসেন।

এছাড়াও বক্তব্য রাখেন, বিদায়ী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান, উপজেলা শিক্ষা সমিতির সভাপতি চাপিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল ইসলাম। পরে উপজেলা শিক্ষা সমিতি, শিক্ষকমন্ডলী ও শিক্ষা অফিস কর্মকর্তার পক্ষ থেকে বিদায়ী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে সম্মাননা কেষ্ট ও ফুল দিয়ে বিদায়ী সংবর্ধনা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক গুরুদাসপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মিঠু, উপজেলা শিক্ষা অফিস সুপারভাইজার বজলুর রহমান, সহকারী বেইস প্রোগ্রামার জহির আব্বাস ও স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।

আরও দেখুন

সিংড়ায় ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান দায়িত্বশীলদের ঈদ পুনর্মিলনী

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের সিংড়ায় সাবেক ও বর্তমান সাথী, সদস্য এবং দায়িত্বশীলদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। …