বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যুর রহস্য খুঁজছে পুলিশ!

গুরুদাসপুরে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যুর রহস্য খুঁজছে পুলিশ!

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে খেলতে গিয়ে মীর ফাহিম(১৪) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তবে মাদ্রাসা কর্তৃপক্ষ ও নিহত শিক্ষার্থীর পরিবারের দাবি মাদ্রাসার পেছনের বাগানে খেলতে খেলতে লিনটেন ঢালাইয়ের নিচে চাপা পরে মৃত্যু হয়েছে ফাহিমের।

শুক্রবার (১১ নভেম্বর) সকালে ঘটনাটি ঘটেছে উপজেলার চাপিলা ইউনিয়নের ধানুড়া গ্রামে। নিহত শিক্ষার্থী ওই এলাকার মীর চান আলীর ছেলে। এলাকাবাসীর সূত্রে জানা যায়, ধানুড়া দারুস ছালাম ক্বওমি হাফিজিয়া মাদ্রাসার নাহমীর শ্রেণীর শিক্ষার্থী মীর ফাহিম। মাদ্রাসার পেছনের বাগানে ২টি সুপারী গাছের সাথে প্রায় ১৫-১৬ মণ ওজনের একটি পুরাতন টয়লেটের লিনটেন ঢালাই হেলনা দিয়ে রাখা ছিলো।

শুক্রবার সকাল আনুমানিক ১০টার দিকে ওই লিনটেন ঢালাইয়ের ওপরে গিয়ে খেলছিলো মীর ফাহিম। হঠাৎ করেই ১৫ মণ ওজনের ওই ঢালাই তার শরীরের ওপরে পরে যায়। পরে সহপাঠীদের চিৎকারে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎস তাকে মৃত ঘোষণা করে। নিহত মীর ফাহিমের শরীরে তেমন কোনো গুরুত্বর ক্ষত চিহ্ন দেখা যায়নি।

এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মতিন জানান, মৃত্যুর সঠিক কারণ জানার চেষ্টা চলছে। এছাড়াও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও দেখুন

বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …