নিজস্ব প্রতিবেদক গুরুদাসপুর,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের গুরুদাসপুরে পাইকারী ফল ব্যবসায়ীদের কাছে মাদ্রাসার নামে চাঁদা আদায়ের অভিযোগে আটজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার শিধুলী বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল উপজেলার চলনালী গ্রামের শরিফুল ইসলাম,শিধুলী গ্রামের বদিবর,মকবুল হোসেন,এনামুল হোসেন,জাকারিয়া হোসেন, মওদুদ আহমেদ,দড়িপাড়া গ্রামের শাহাদৎ হোসেন ও রিপন সরকার।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারওয়ার হোসেন জানান, গুরুদাসপুরের শিধুলী, চলনালী, দড়িপাড়া গ্রামে দেশের বিভিন্ন স্থান থেকে তরমুজ-বাঙ্গী ও শসা কিনতে আসে পাইকেরী ফল ব্যাবসায়ীরা। এলাকার কিছু চাঁদাবাজ মসজিদ,মাদ্রাসার উন্নয়নের নামে তাদের কাছে চাঁদা দাবি করেন। পরে তারা বিষয়টি সেনাবাহিনীকে জানান। এরপর সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে তদন্ত শুরু করে ঘটনার সত্যতা পান এবং ফল বাজারে অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার করে থানায় সোপর্দ করে। পরে সন্ধ্যায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
