নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুরঃ
গত ২৪ ঘন্টায় মাদক বিরোধী অভিযান চালিয়ে নাটোরের গুরুদাসপুরে চার মাদক কারবারি ও সেবনকারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তাদেরকে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে থানার ওসি বৃহস্পতিবার দুপুরে নিশ্চিত করেছেন।
অফিসার ইনচার্জ. মোজাহারুল ইসলাম বলেন, নাটোর পুলিশ সুপার স্যারের নির্দেশে গত ২৪ ঘন্টার মাদকবিরোধী অভিযানে উপজেলার কাছিকাটা এলাকা থেকে ৩০ বোতল ফেন্সিডিলসহ চাঁপাইনবাবগঞ্জের বাগডাঙ্গা গ্রামের সুমন ও বইড়াপাড়া গ্রামের শাহারুল, টাংগাইলের বাসাইল থানার রানা মিয়াকে একটি হুইস্কিসহ এবং গুরুদাসপুরের শিকারপুর মাছপাড়া গ্রামের সুমনকে ইয়াবা সেবনরত অবস্থায় গ্রেফতার করা হয়।
ওসি আরো বলেন, গুরুদাসপুর থানা পুলিশের টিম বিভিন্ন অভিযান চালিয়ে সমাজের অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে রুখে দাড়িয়েছে। আইনশৃংখলা বজায় রাখার পাশাপাশি এলাকার উন্নয়নের জন্য আমরা শপথ নিয়েছি ।
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / নাটোরের গুরুদাসপুরে মাদক সেবনকারী ও চার কারবারিকে আটক করেছে পুলিশ
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে অসহায় শীতার্ত মানুষের মাঝে আনসার-ভিডিপির কম্বল বিতরণ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জে,,,,,,,,,,,,,, দেশের প্রান্তিক পর্যায়ের অসহায় মানুষের শীতের কষ্ট লাঘবের উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ …