সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / গুরুদাসপুরে মাদক মামলায় গ্রেপ্তার ৭ আসামির ৪ জনই সাজাপ্রাপ্ত

গুরুদাসপুরে মাদক মামলায় গ্রেপ্তার ৭ আসামির ৪ জনই সাজাপ্রাপ্ত

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
সাজাপ্রাপ্ত চার আসামীসহ মাদক মামলার সাত আসামিকে গ্রেপ্তার করেছে নাটোরের গুরুদাসপুর থানা পুলিশ। উপজেলার বিভিন্ন জায়গায় বুধবার রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার তাদের নাটোর কারাগারে পাঠানো হয়। গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ২০১৬ ও ২০১৮ সালের মাদক মামলায় উপজেলার বিন্যাবাড়ি এলাকার সাজাপ্রাপ্ত জাকির হোসেন, পথপাথুরিয়ার সেলিম, বৃচাপিলার মোক্তার হোসেন, নওপাড়ার রফিকুল ইসলাম এবং মাদকের নিয়মিত মামলায় পৌর সদরের চাঁচকৈড় তালুকদার পাড়ার রাজুবেগ, আজাদুল ইসলামসহ বেড়গঙ্গারামপুরের ওয়ায়েন্টভুক্ত আসামি মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়।

এসব আসামী ইতিপূর্বেও মাদক মামলায় একাধিকবার কারাভোগ করেছে। মুলতঃ মাদকমুক্ত গুরুদাসপুর গড়ার লক্ষ্যেই পুলিশ এ অভিযান পরিচালনা করছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …