বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে মাদকবিরোধী সাইকেল র‌্যালি অনুষ্ঠিত

গুরুদাসপুরে মাদকবিরোধী সাইকেল র‌্যালি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর
নাটোরের গুরুদাসপুরে মাদক প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদক বিরোধী সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

নাটোর জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও মানবাধিকার সংস্থার যৌথ আয়োজনে এই র‌্যালিটি বের হয়। র‌্যালিতে স্কুলের ছাত্র ও মানবাধিকারের কর্মীরা অংশগ্রহণ করেন। র‌্যালিটি পাটপাড়া হাইস্কুল মাঠ থেকে বের গুরুদাসপুর থানার সামনে এক সংক্ষিপ্ত পথ সভা শেষ করে নাজিপুর হাইস্কুল মাঠে গিয়ে শেষ হয়।

সংক্ষিপ্ত এই পথ সভায় মানবাধিকার সংস্থার সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ্যাডঃ মোঃ আব্দুল ওহাব এর সভাপতিত্বে বক্তব্য রাখেন,গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাহারুল ইসলাম ।

বক্তব্য শেষে শপথ এর মধ্য দিয়ে পথ সভার সমাপ্তি ঘোষণা করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রোকসানা আক্তার ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর সহকারী পরিচালক মোঃ আলমগীর হোসেনসহ প্রমুখ।

আরও দেখুন

সাপন্থীরে নিষিদ্ধের দাবিতে লালপুরে মানব বন্ধন ও প্রতিবা সভা

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,টঙ্গী ইজতেমা ময়ানে বিনা কারণে নিরস্ত্র ঘুমন্ত তাবলীগের সাথীরে উপর নৃশংস হত্যাযজ্ঞ, হামলা …