নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযথভাবে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে নাটোরের গুরুদাসপুরে মহান স্বাধীনতার ৫০বছর পুর্তিতে সুবর্ণ জয়ন্তী ও জাতীয় দিবস উপলক্ষে স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের স্মরনে ৫০ বার তোপধ্বনির পর কেন্দ্রিয় স্মৃতিসৌধে ও বঙ্গবন্ধুর মুর্যালে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
প্রথম পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় সাংসদ আব্দুল কুদ্দুস। পরে সুশৃঙ্খলভাবে একে একে উপজেলা প্রশাসন, পৌর প্রশাসন, বীরমুক্তিযোদ্ধাগণ, গুরুদাসপুর থানা, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,ব্যাংক, বীমা, পল্লীবিদ্যুৎ সমিতি, সাংবাদিকবৃন্দ ও নানা সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন।
পরে এক মিনিট নিরবতা পালন করে স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুসহ সকল বীর শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
আরও দেখুন
নন্দীগ্রামে সরিষা ফুলে মৌমাছির আনাগোনা
নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম ,,,,,,,,,,,,,,,,,আবহাওয়া অনুকূলে থাকলে চলতি রবি মৌসুমে বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় সরিষার ভালো ফলনের …