সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / গুরুদাসপুরে মসলা মিলস্ সহ ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

গুরুদাসপুরে মসলা মিলস্ সহ ৪ প্রতিষ্ঠানকে জরিমানা



নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে চাঁচকৈড় বাজার এলাকায় অভিযান চালিয়ে চানাচুর ফ্যাক্টারি, পেট্রোলের দোকান ও দু’টি মসলা মিলস্ কে ৫৫ হাজার টাকা জরিমানা আদায়সহ ১২ মন পঁচা মরিচ ধ্বংস করা হয়েছে। বুধবার দুপুরে ওই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফাইফ স্টার মসলা মিলস্ কে ২০ হাজার, নটরাজ মসলা মিলসকে ১০ হাজার, ফকির চানাচুর ফ্যাক্টরিকে ৫ হাজার ও পেট্রোল ডিজেলের দোকানি কামরুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিএসটিআই রাজশাহীর পরিদর্শক রকিবুল হাসান রিপন ও আবুল কাইয়ুম এবং উপজেলা সহকারী (ভূমি) আবু রাসেল সঙ্গীয় ফোর্সসহ অভিযানে নেতৃত্ব দেন।

জানা যায়, আইন অমান্য করে বাজার এলাকায় মসলা মিলে পঁচা মরিচ ভাঙানো হচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সত্যতা পেয়ে তাদের জরিমানা করা হয় এবং পঁচা মরিচ ধ্বংস করা হয়। এছাড়া অসাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরি ও পেট্রোলের দোকানে পরিমাপে কম দেওয়ায় তাদের কাছে থেকে জরিমানা আদায় করা হয়।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …