নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
সবকিছুর অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে ব্যাটারি চালিত ভ্যান রিকশার ভাড়া বাড়ানোর দাবিতে সমাবেশ করেছেন নাটোরের গুরুদাসপুর উপজেলার শ্রমিকরা। রবিবার বিকেল চারটায় বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজ মাঠে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা ভ্যান রিক্সা শ্রমিক সমিতির আহ্বায়ক মো. আমিরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ, আওয়ামী লীগ নেতা শরীফুল ইসলাম, মো.রেজাউল করিম সবুজ, আব্দুল মান্নান খলিফা, সাবেক পৌর কাউন্সিলর বাবলু মিয়া, শ্রমিক নেতা সাজেদুল ইসলাম প্রমুখ।
সমাবেশে বলা হয়, যাত্রীদের সাথে ভালো ব্যবহার করতে হবে। বডিতে নয়,সিটে বসেই ভ্যান চালাতে হবে। ২০ বছরের নিচে কেউ গাড়ি চালাতে পারবে না।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …