মঙ্গলবার , জানুয়ারি ৭ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে ভ্যান ছিনতাইয়ের ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ

গুরুদাসপুরে ভ্যান ছিনতাইয়ের ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে গলায় চাকু ঠেকিয়ে ভ্যান ছিনতাইয়ের ঘটনায় ২৮ হাজার টাকায় মীমাংসা করে বিষয়টি ধামাচাপা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গুরুদাসপুর পৌর সদরের বামনকোলা গ্রামের আস্তান শিংয়ের মাদকাশক্ত ছেলে মো. সানা শিং (৩৫) ভ্যান চালক শিহাব আলীর (১৪) গলায় চাকু ঠেকিয়ে ভ্যান ছিনতাই করেন।

রবিবার (২৬ জুন) বিকেলে উপজেলার মশিন্দা ইউনিয়নের শিকারপুর আলিয়া মাদ্রাসা নামক এলাকায় ওই ঘটনা ঘটে। ভ্যান চালক শিহাব উপজেলার চলনালী গ্রামের ইউনুস আলীর ছেলে। ছিনতাইয়ের সময় সানাকে স্থানীয় লোকজন চিনতে পারায় ভুক্তোভোগীকে ওই রাতেই ডেকে ২৮ হাজার টাকা দিয়ে দফারফা করেন সানার বাপ ও ভাইয়েরা। মীমাংসার পরেও সানা পলাতক রয়েছে বলে পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়।

স্থানীয়রা জানায়, গত শুক্রবার একই ভাবে মশিন্দা জাকেরের মোড়ের জালাল উদ্দিনের ভ্যান ছিনতাই করতে গিয়ে লোকজনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মাদকাশক্ত সানা শিং। সানা শিং এলাকায় বিভিন্নভাবে অপরাধ কর্মকান্ড করে চলেছে।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মতিন জানান, এব্যাপারে থানায় কোনো অভিয়োগ হয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুন

দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে দেশের মানুষকে ভোট দেওয়ার সুয়োগ করে দিন- দুলু

নিজস্ব প্রতিবেদক,……………… বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, …