শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / গুরুদাসপুরে ভেজাল গুড় তৈরি করায় ৫০ হাজার টাকা জরিমানা

গুরুদাসপুরে ভেজাল গুড় তৈরি করায় ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে ভেজাল গুড় তৈরি ও বাজারজাতকরণের অভিযোগে সুজন সোনার নামে এক কারখানা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু রাসেল এই জরিমানা করেন। কারখানার মালিক সুজন সোনার উপজেলার চাচকৈর পুরাতন পাড়ার বাসিন্দা।

গুরুদাসপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবু রাসেল এ তথ্য নিশ্চিত করে জানান, বেশ কিছুদিন ধরে সুজন সোনার তার নিজস্ব খেজুর গুড় তৈরির কারখানায় ভেজাল গুড় তৈরি করে বাজারজাত করে আসছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যার দিকে তার কারখানায় অভিযান পরিচালনা করা হয়।  

অভিজানকালে খেজুর রস না থাকলেও খেজুর গুড় তৈরির উপাদান হিসেবে পাটালি ও লালিগুড় পাওয়া যায়। এছাড়া নোংরা পরিবেশে খালি পায়ে মজুরদের কর্মরত অবস্থায় পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪১ ধারায় ভেজাল গুড় তৈরির অভিযোগে প্রতিষ্ঠানের মালিক সুজন সোনারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এরূপ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …