সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / গুরুদাসপুরে ভেজাল গুড় কারখানায় র‌্যাবের অভিযান, তিন ব্যবসায়ীকে জরিমানা

গুরুদাসপুরে ভেজাল গুড় কারখানায় র‌্যাবের অভিযান, তিন ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুরঃ
নাটোরের গুরুদাসপুরে তিন ভেজাল গুড় ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রোববার রাত আনুমানিক সাড়ে ৭ টার দিকে উপজেলা পৌর সদরের চাঁচকৈড় পুরান পাড়া মহল্লায় অবস্থিত তিনটি কারখানায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেছে নাটোর র‌্যাব-৫ সিপিসি-২ নাটোর।

র‌্যাবের ভ্রাম্যমান আদালত পরিচালনায় ওই এলাকার সুজন সোনার, সুমন সোনার ও আতাহার সোনারকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৩ ধারায় ১ লক্ষ করে মোট ৩ লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে এক মাস করে জেল প্রদান করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার তমাল হোসেন।

র‌্যাব-৫ সিপিসি-২ নাটোরের সহকারী পরিচালক এএসপি এ কে এম এনামুুল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গুরুদাসপুর উপজেলা পৌর সদরের চাঁচকৈড় পুড়ানপাড়া মহল্লায় অবস্থিত তিনটি গুরের কারখানায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা কালে কারখানার মধ্যে ভেজাল গুড়, লেভেলিং না থাকা ও আবর্জনাযুক্ত পরিবেশ পাওয়ায় তাদেরকে ভ্রাম্যমান আদলতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

ইউএনও তমাল হোসেন বলেন, ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …