নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরের দড়িবামনগাড়ী গ্রামে খাস জমি থেকে ভূমিহীনকে উচ্ছেদের অভিযোগ উঠেছে সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন ঠান্টুর বিরুদ্ধে। জানা যায়, সোমবার সকালে ভূমিহীন মন্তাজের (৬০) বাড়ি ভেঙে দেওয়া হয়েছে।
তার স্ত্রী জাকিয়া বেগম বলেন, ৫৪ বছর ধরে আমরা ১নম্বর খাস খতিয়ানে ৪২২ নম্বর দাগে তিন শতক জায়গায় কোনোমতে ঘর তুলে থাকি। ভ্যানচালক মমতাজের একার আয়ে চারজনের সংসার চলে। এই তিন শতক জায়গার ওপর আগে থেকেই লোভ রয়েছে ঠান্টু মেম্বারের। মন্তাজকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও জানান তারা। এভাবে এর আগেও হামলা চালিয়ে তাদের ঘরবাড়ি ভাঙচুর করার অভিযোগ রয়েছে ঠান্টুর বিরুদ্ধে।
মুক্তিযোদ্ধা ঠান্টু মেম্বার বলেন, আমার জায়গার উপর মন্তাজরা জোর করে বসবাস করছে। এখানে সরকারি বরাদ্দে মুক্তিযোদ্ধার বাড়ি নির্মিত হবে।
মশিন্দা ইউনিয়ন পরিষদের তহশিলদার আব্দুল মতিন বলেন, নিষেধ করা সত্বেও মন্তাজের বাড়ির একাংশ ভেঙে দেওয়া হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবু রাসেল বলেন, বিবাদমান জায়গাটি মাপজোগের পর ব্যবস্থা নেওয়া হবে। কেউ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আরও দেখুন
বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …