নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে পূর্ব শত্রুতার জেরে উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল শেখের ছোট ছেলে নাইম শেখ(২২)কে পিটিয়ে জখম করেছে তার দুই সহপাঠি। শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে উপজেলার গুরুদাসপুর হরিবাশরের সামনে একটি চায়ের দোকানে এই ঘটনা ঘটে।
জানা যায়, কথা কাটাকাটির এক পর্যায়ে পৌরসভার গুরুদাসপুর বাজার এলাকার আরমানের ছেলে মাটি(২৩) ও একই এলাকার মৃত মক্কেলের ছেলে হাসু(২৪) চায়ের কাপ ও কাঁচের গ্লাস দিয়ে মাথায় আঘাত করে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে নাঈম শেখ চিৎকার করলে স্থানীয়রা তাকে গুরুতর রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মোজাহারুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও দেখুন
সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের
নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …