রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / কৃষি / গুরুদাসপুরে ভর্তুকি মূল্যে কম্বাইন্ড হারভেস্টার বিতরণ

গুরুদাসপুরে ভর্তুকি মূল্যে কম্বাইন্ড হারভেস্টার বিতরণ


নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে ধান কাটা ও মাড়াইয়ে শ্রমিক সংকট নিরসনে ২০২১-২২ অর্থবছরে “সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ” প্রকল্পের উন্নয়ন সহায়তা কার্যক্রমের আওতায় ৫০ শতাংশ ভর্তুকি মূল্যে কৃষকের মাঝে কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার শিধুলী এলাকার কৃষক শাকিবুল হাসানের মাঝে (জুমলাইন এফএইচ ১০০) কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার তমাল হোসেনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস এমপি। এসময় উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল শেখ ও মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার, উপজেলা কৃষি অফিসার হারুনর রশিদ, উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার মতিয়র রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিসার হারুনর রশিদ জানান, কম্বাইন্ড হারভেস্টার মেশিনের মূল্য ৩২ লাখ টাকা। সরকারের ৫০ শতাংশ ভর্তুকিতে ওই মেশিন বিতরণ করা হয়েছে। এ মেশিন দিয়ে স্বল্প খরচ ও অল্প সময়ে ধান ও গম কাটা, ঝাড়া, মাড়াই ও বস্তায় ভরা যাবে।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …