বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে ব্যক্তিগত অর্থায়নে তিনশত পরিবার পেল ত্রান সহায়তা

গুরুদাসপুরে ব্যক্তিগত অর্থায়নে তিনশত পরিবার পেল ত্রান সহায়তা


নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুরঃ

দেশের করোনা কান্তিলগ্নে আসন্ন ঈদ উপলক্ষে নাটোরের গুরুদাসপুরের ধারাবারিষা ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মতিনের ব্যক্তিগত অর্থায়নে তার এলাকায় করোনায় ক্ষতিগ্রস্থ ৩শত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন প্রধান অতিথি স্থানীয় সাংসদ আলহাজ্ব অধ্যাপক মো.আব্দুল কুদ্দুস।

আজ বুধবার সকালে উপজেলার ধারাবারিষা ইউনিয়ন পরিষদ সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে ওই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এসময় করোনার ভয়াবহতা সম্পর্কে জনসাধারনকে অবহিত করনে বক্তব্য রাখেন, প্রধান অতিথি স্থানীয় সাংসদ সাংসদ আলহাজ্ব অধ্যাপক মো.আব্দুল কুদ্দুস,বাংলাদেশ যুবমহিলালীগের সিনিয়র সহসভাপতি এ্যাডঃ কোহেলী কুদ্দুস মুক্তি,ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মাস্টার ও মিল্টন। এসময় স্থানীয় জনপ্রতিনিধি ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …