সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মৎস্যজীবী নিহত

গুরুদাসপুরে বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মৎস্যজীবী নিহত


নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে ইঁদুর মারার বৈদ্যুতিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চৈতন্য হালদার (৪৮) নামে এক মৎস্যজীবী নিহত হয়েছে। গতকাল ৮ অক্টোবর শুক্রবার রাতে এই দুর্ঘটনা ঘটে। চৈতন্য হালদার উপজেলার নাজিরপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের মৃত গেদূলাল হালদার এর ছেলে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, চৈতন্য হালদার সদর থানাধীন হালসা বাজার হতে জমির ইঁদুর মারার জন্য বিষ কিনে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তার বাড়িতে আসে। মাগরিবের নামাজের আগে তার স্ত্রীকে বলেন আমি জমিতে ইঁদুর মারা বিষ দিয়ে রাত্রিতে মাছ ধরে বাড়ি ফিরব। প্রতিবেশী আব্দুল মালেকের ছেলে ইউসুফ আলী এসে চৈতন্যর স্ত্রী কে জিজ্ঞাসা করেন দাদা কোথায় মাছ ধরতে যাব। চৈতন্যর স্ত্রী বলেন রাত্রে মাছ ধরতে গেছে।এরপর তাদের জমিতে গিয়ে দেখেন চৈতন্য তার জমিতে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক তার দিয়ে রেখেছিল সেই তারের সাথে বৈদ্যুতিক স্পর্শে চৈতন্যের মৃত্যু হয়েছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …