শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে বিষধর সাপের কামড়ে শিশুর মৃত্যু

গুরুদাসপুরে বিষধর সাপের কামড়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে বিষধর সাপের কামড়ে তৃতীয় শ্রেনীতে পড়ুয়া সাদিয়া (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সাপের কামড়ে শিশুটি গতকাল রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে মারা যায়।
শিশু সাদিয়া নাজিরপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের বিপুল আলীর মেয়ে। শিশুটি নাজিরপুর বৃ-কাশো সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্রী ছিল। এঘটনায় এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে।

শিশুটির বাবা জানান, সাদিয়া তাঁর একমাত্র মেয়ে। সকাল সাড়ে ১০টার দিকে তাঁর সহপাঠিদের সাথে বাড়ির পাশে খেলা করছিল। এসময় সাদিয়া পাটের শোলা আনতে গেলে বিষধর সাপ কামড়ে দেয়। কান্নাকাটি শুরু করলে পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পারেন। প্রথমে গ্রাম্য ওঝা দিয়ে চেষ্টা করে অবস্থার অবনতি হলে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …