সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / গুরুদাসপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ’ আটক এক

গুরুদাসপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ’ আটক এক


নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
গুরুদাসপুরে বিয়ের প্রলোভনে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মেহেদী হাসান (১৫) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার সাহাপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক কিশোর মেহেদী হাসান উপজেলার বামন গাড়া এলাকার রবিউল ইসলামের ছেলে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বৃহস্পতিবার বিকেলে ঘটনার শিকার ওই কিশোরীর মা বাদী হয়ে থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয় অভিযুক্ত কিশোর মেহেদী হাসান বিয়ের প্রলোভন দেখিয়ে তার মেয়েকে ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে পরিবারের সদস্যরা মেহেদী হাসানকে ওই কিশোরীর বাড়িতে আটক করে রাখে। এই ঘটনায় পুলিশ সাহাপাড়া গ্রামের ওই কিশোরীর বাড়িতে গিয়ে বামনগাড়া এলাকার রবিউল ইসলামের ছেলে মেহেদী হাসানকে গ্রেপ্তার করে।

ওই কিশোরীকে পরীক্ষার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …