শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে বিবাদমান জমিতে আমপাড়ায় ৪জনকে কুপিয়ে জখম

গুরুদাসপুরে বিবাদমান জমিতে আমপাড়ায় ৪জনকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে বিবাদমান জমির আমবাগানে আমপাড়া কেন্দ্র করে ৪জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে।

আজ গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের চলানালী এলাকায় ওই ঘটনা ঘটেছে। আহত ব্যক্তিরা হলেন, ওই এলাকার ইউনুস আলীর তিন ছেলে রাজিব(২৫), রাকিব(২০) , রফিক(৩০) ও তাদের বাবা ইউনুস আলী(৬০)। এদের মধ্যে গুরুতর আহত হওয়ায় ইউনুস আলী ও তার ছেলে রাজিবকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন যাবত ইউনুস আলী ও ইয়াসিন আলীর মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলছে। ইউনুস আলী তার নিজ জমিতে অবস্থিত আমবাগানে আম পাড়ার সময় ওই এলাকার ইয়াসিনে ছেলে সাবান ও মজিদ আলী তার দলবল নিয়ে ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত ভাবে হামলা চালায় এবং কুপিয়ে রক্তাক্ত যখম করে চলে যায়। পরে তাদের চিৎকারে এলাকাবাসী ছুটে এসে তাদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে আহত ইউনুস আলী ও তার ছেলে রাজিবের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এবিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো.আব্দুর রাজ্জাক জানান, ঘটনার খবর মাত্রই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। ঘটনায় জড়িত অভিযুক্তদের গ্রেফতারের জোর তৎপরতা চলছে।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …